মোঃ আবদুর রহমান বিন মুবারক আলী

24 ঘণ্টার নিরাপত্তা লাভের উপায়


এ বইটি পকেটে রেখে সবসময় দু‘আ পড়ার জন্য একটি বই। এটি মূলত ইমাম পাবলিকেশন্স থেকে প্রকাশিত “দৈনন্দিন দু‘আ ও কুরআন-সুন্নাহর চিকিৎসা” নামক বইটির সংক্ষিপ্ত রূপ। বইটি প্রথম প্রকাশ মাত্র 3 মাসেই শেষ হয়ে গেছে। এই লেখাটি লেখার পর্যন্ত বইটি দ্বিতীয় সংস্করণে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইনশাআল্লাহ আর মাত্র 2/3 দিনের মধ্যে সেটা বেরিয়ে যাবে।