এপর্যন্ত তাঁর লিখিত ও সম্পাদিত প্রায় ৮০টি বই প্রকাশিত হয়েছে। কুরআন, ও হাদীসের দলিলভিত্তিক সহজ-সরল বাংলা ভাষায় লেখা এ বইগুলো ইসলামের সহীহ জ্ঞান প্রচারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।
আবদুর রহমান বিন আলী সিলেট জেলার জৈন্তাপুর থানা ধীন রূপচেং গ্রামে জন্মগ্রহন করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পাখিবিল আনওয়ারুল উলুম মাদরাসা থেকে। পরে ১৯৮৮ সালে জৈন্তা দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় ভর্তি হয়ে ৩য়-৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন।
তারপর ১৯৯৩ সালে কানাইঘাট মনসূরিয়া কামিল মাদরাসায় ৮ম শ্রেণিতে ভর্তি হন। সেখানে থেকে ১৯৯৬ সালে দাখিল, ১৯৯৮ সালে আলেম ও ২০০০ সালে ফাযিল পাশ করেন।
ফাযিল পাশ করার পর গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসায় ভর্তি হন এবং সেখান থেকে ২০০২ সালে কালিম পাশ করেন।
তিনি প্রায় দশ বছর যাবত বিখ্যাত আলেমে দ্বীন মরহুম ইদ্রীস আহমদ সেবনগরী সাহেবের সুহবতে থেকে তাফসীর, উসূলে তাফসীর, হাদীছ, উসূলে হাদীছ, ফিকহ, উসূলে ফিকহ, ছরফ, নাহু, বালাগাত, মানতিক আকাইদ ও সাহিত্যসহ বিভিন্ন বিষয় লেখাপড়া করার সৌভাগ্য লাভ করেন।
২০০৯ সালে বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃক আয়োজিত জাতীয় তাফসীর প্রতিযোগিতায় তিনি ১ম স্থান অধিকার করেন এবং ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত সারা পৃথিবী ব্যাপী ”কুরআনিক চ্যালেঞ্জ” প্রতিযোগিতায় অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অধিকার করেন।
ইসলামের শিক্ষাকে সকলের কাছে পৌছিয়ে দেয়ার লক্ষ্যে তিনি ও মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল দু’জন মিলে ২০১০ সালে ইমাম পাবলিকেশন্স লিমিটেড প্রতিষ্ঠা করেন।
বর্তমানে তিনি বই লেখার পাশাপাশি মাসজিদ-মাদরাসা পরিচালনাসহ বিভিন্নভাবে দা’ওয়াতের কাজে, নিয়েজিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা তাঁর দ্বীনী কাজেগুলো কবুল করুন এবং আরো বেশি দ্বীনী খেদমত করার তাওফীক দান করুন। আ-মীন…….।