আচ্ছা বলুন তো, নামায পড়লাম, রোযা রাখলাম, সাদাকা করলাম, হজ্জ করলাম, যাকাত দিলাম ইত্যাদি আরো অনেক অনেক অনেক অনেক ভালো কাজ করলাম; কিন্তু এগুলোর কোনটিই কবুল হলো না অথবা কবুল হলো ঠিকই তবে অন্য কোন পাপের কারণে বা ভুলের কারণে সেসব আমলগুলো কোন কাজেই আসল না- তাহলে কেমনটি হবে? রাসূল (সা) এর ভাষায় নিঃসন্দেহে কিয়ামতের দিন তারাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত । বর্তমান দুনিয়ার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, মানুষ পথেই এগুচ্ছে। আর এ কারণেই আজ আপনাদের সাথে এই বইটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যাতে আপনার আমল সংরক্ষিত থাকে এবং সেটা কিয়ামতের দিন কাজে আসে। তাহলে চলুন প্রথমেই দেখে নেই বইটিতে কি কি আছে…………….
ইবাদাতের সংজ্ঞা
ইবাদাতের গুরুত্ব
ইবাদাতের উপকারিতা
বিভিন্ন প্রকার ইবাদাত
ইবাদাতের পরিধি
ইবাদাত গ্রহণযোগ্য হওয়ার শর্তাবলি
সুন্নাতের পরিচয়
যেসব কারণে ইবাদাত বিনষ্ট হয়ে যায়
বিদআতের সংজ্ঞা
বিদআতের ভয়াবহ পরিণাম
ইসলামে বিদআতের সুযোগ নেই
বিদআত কীভাবে প্রসার পায়
বিদআত চেনার উপায়
সমাজে প্রচলিত কিছু বিদআত
পবিত্রতা সংক্রান্ত বিদআত
আযান সংক্রান্ত বিদআত
নামায সংক্রান্ত বিদআত
ফরয নামাযের পর হাত তুলে সম্মিলিত মুনাজাত করা
ফরয নামাজের পর করণীয়
মাস ও দিন কেন্দ্রিক বিদআত
মৃত ব্যক্তি কেন্দ্রিক বিদআত ও কুসংস্কার
জানাযার নামাযের পর আবার মোনাজাত
কবরের উপর দরগাহ বা মাযার স্থাপন করা
প্রচলিত উরস
মৃত ব্যক্তির ক্ষেত্রে জীবিতদের করণীয়
ঈদে মীলাদুন্নবী
ক্বিয়াম
ব্যক্তি বিশেষের রচিত সালাত ও সালাম পাঠ করা
পীর মুরিদী
কুসংস্কার
সমাজে প্রচলিত কতিপয় কুসংস্কার
আশা করি আর কিছু বলতে হবে না, বইটির সূচিপত্র পড়েই বুঝে গেছেন যে, এটি কত গুরুত্বপূর্ণ। বইটি পেতে চাইলে যোগাযোগ কুরুন নিম্নোক্ত ঠিকানায় অথবা কন্টাক্ট নাম্নারে মোবাইল করুন…..পার্সেলের মাধ্যমেও পেতে যেতে পারবেন।